রবিবার , ২৫ জুন ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

স্মার্টকার্ড ছাপানো বন্ধ

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপার্ট: উন্নতমানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড উৎপাদন প্রায় ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে নাগরিকদের কার্ড সরবরাহের কার্যক্রম।

জানা গেছে, গত ৮ জুন থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থা কাটতে আরও প্রায় মাস খানেক লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ১০টি মেশিনে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে বসিয়ে স্মার্টকার্ড ছাপায় নির্বাচন কমিশন (ইসি)। মেশিনগুলো ২০১৫ সালে কেনা হয় ফ্রান্স থেকে। কর্মকর্তারা বলছেন, মেশিনগুলোয় নানা ধরনের ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম বন্ধ রয়েছে। এগুলো মেরামত করতে আরও একমাসের মতো সময় লাগতে পারে।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী, ইসির এনআইডি সার্ভারে বর্তমানে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে স্মার্টকার্ড ছাপানো হয়েছে ৭ কোটি ৭৩ লাখের বেশি। বিতরণ হয়েছে ৭ কোটি ১ লাখের মতো।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!