রবিবার , ২ জুলাই ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে হরিণের রান্না করা মাংসসহ তিন শিকারী আটক

প্রতিবেদক
admin
জুলাই ২, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন থেকে হরিণের রান্না করা মাংসসহ তিন শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।

শনিবার (০১ জুলাই) গভীর রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী স্টেশন সংলগ্ন শুকপাড়া এলাকা থেকে এই শিকারীদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫০ ফুট হরিণ ধরা ফাঁদ, একটি ট্রলার ও বেশকিছু রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়।

রোববার (০২ জুলাই) বিকেলে আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আটকদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আটকরা হলেন-বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে নিজাম চাপরাশি ও জালাল মিয়ার ছেলে মিরাজ মিয়া।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকারের ফাঁদ, ট্রলার ও রান্না করা মাংসসহ তিন শিকারীকে আটক করা হয়েছে। তবে এসময় রাসেল ও সগির নামে দুই শিকারী বনের মধ্যে পালিয়ে গেছে। এ ঘটনায় বন আইনে মামলা দিয়ে আটক শিকারী আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!