মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শতভাগ ফিট নন, তবুও বুধবার প্রথম ম্যাচ খেলবেন তামিম

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ

স্পোটস ডেস্ক: অধিনায়ক তামিম ইকবালের খেলা নিয়ে তৈরি হয়েছে রাজ্যের সংশয়। তিনি খেলবেন কি খেলবেন না, তা পরিষ্কার করে জানাতে পারেননি খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। আগের দিন (সোমবার) সংবাদ মাধ্যমের সামনে তিনি নিশ্চিত করে বলতেও পারেননি তামিম খেলবেনই।

তার কথাতেই বোঝা গেছে টিম বাংলাদেশের অধিনায়ক শতভাগ ফিট নন। কথা প্রসঙ্গে টাইগার হেড কোচ জানিয়েও দিয়েছেন, নাইম শেখকে নিয়ে তাদের পরিকল্পনা আছে। ওই বাঁ-হাতি ওপেনারকে তৈরি রাখা হয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর ২৪ ঘণ্টা আগে মিডিয়ার সঙ্গে কথা বলতে এসে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও প্রশ্নের সম্মুখীন হলেন, প্রথম ম্যাচে তিনি খেলবেন কি খেলবেন না?

উত্তরে তামিম সোজা জানিয়ে দিলেন, তিনি শতভাগ ফিট নন। তবে আগামীকাল বুধবার প্রথম ওয়ানডে ম্যাচটি খেলবেন। নিজের খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমিও দেখতে চাই, কতটা মানিয়ে নিতে পারছি। আমি এমন কিছু করবো না যাতে দলের ক্ষতি হয়। আমি সবসময় বলি, সবার আগে দল। আমার কাছে এখন মনে হচ্ছে কালকের জন্য আমি প্রস্তুত। ম্যাচের সময় বা অন্য কোনো সময় যদি মনে করি আমার খেলা ঝুঁকিপূর্ণ, সঙ্গে মেডিকেল ডিপার্টমেন্ট- তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবো। এখন আমি কাল (বুধবার) খেলার মতো ফিট। দেখা যাক কী হয়।’

ওপরের অংশ পড়ে মনে হতে পারে তামিম হয়তো নাও খেলতে পারেন; কিন্তু টাইগার ক্যাপ্টেন কথার শেষ অংশে পরিষ্কার জানিয়ে দিলেন ৫ জুলাই প্রথম ওয়ানডের জন্য তিনি অ্যাভেইলেবল, ‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল।’

তার দাবি, ‘শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি (শতভাগ) ফিট আছি। কালকে (বুধবার) খেলার পর বুঝতে পারবো কী অবস্থা। এখন পর্যন্ত (যেটা) আমি আগামীকাল খেলবো।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!