বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তামিমের অবসর অপ্রত্যাশিত: বিসিবি

প্রতিবেদক
admin
জুলাই ৬, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। নিজ উদ্যোগে যখন সংবাদ সম্মেলন ডেকেছিলেন, তখন অনেকেই বুঝে নিয়েছিলেন।
তবে চূড়ান্ত ঘোষণা এলো আজ। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের সফলতম ব্যাটার।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তামিম। তার এই অবসর ভক্তরা এখনও মেনে নিতে পারেননি। তবে বিসিবি কিভাবে নিয়েছে? সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

হঠাৎ করেই তামিমের এই অবসরকে ‘শকিং’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। ’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলমান। যেখানে নেতৃত্ব দিচ্ছেন তামিমই। সামনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপও, যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারই। কিন্তু তা আর হলো না।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!