ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের কাকশিয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতলুবর রহমানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নবনির্মিত বীর নিবাস এর চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা তার কাছে এই চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছুরাত আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা জি. এম. নূর মোহাম্মাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ জেহের আলী মিস্ত্র¿ী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এস এন্টারপ্রাইজের মালিক আব্দুস সামাদ।
১৪ লাখ ১০ টাকা ব্যয়ে নবনির্মিত ২৫ ফুট প্রস্থ ও ৩৫ ফুট দৈর্ঘ্যের এই বীর নিবাসে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন ও ২টি বাথরুমসহ সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত, কালিগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১২টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৩টি বীর নির্বাস নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে মেসার্স অরোরা এন্টারপ্রাইজ কর্তৃক ৪টি ঘর এবং মেসার্স এস এস এন্টারপ্রাইজ কর্তৃক ৫টি ঘর হস্তান্তর করা হয়েছে।