বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট, অবশেষে চূড়ান্ত সূচি প্রকাশ

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হলো এশিয়া কাপের চূড়ান্ত সূচি। আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। মুলতানে সে ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল।

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। এবারের আসরের ১৩ ম্যাচের মোট ৪টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। বাকি ৯টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল ১৭ সেপ্টেম্বর কলম্বোতে।

সূচি অনুযায়ী, পাকিস্তান ও ভারতের হাইভোল্টেজ লড়াইটি মাঠে গড়াবে ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট একই ভেন্যুতে।

৬ দলের এই টুর্নামেন্টকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

পাকিস্তান সময় দুপুর ১টা, ভারত এবং শ্রীলঙ্কার সময় দুপুর দেড়টা এবং বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচগুলো।

ভারতে এ বছর অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের প্রতিযোগিতা হবে ৫০ ওভারের।

পাকিস্তানের লাহোর ছাড়াও মুলতানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচ। তবে পাকিস্তান প্রতিযোগিতার সেমিফাইনাল, ফাইনালে উঠলে তাদেরকে শ্রীলঙ্কার মাটিতেই খেলতে হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!