বুধবার , ১৭ মে ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনুষ্ঠানসমূহ
  2. অর্থ বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. ক্যারিয়ার
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. পরিবেশ
  13. ফটো গ্যালারি
  14. বরিশাল
  15. বিনোদন

হিসাব মিলছে না আমেনা বেগমের

প্রতিবেদক
the editors
মে ১৭, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে পেঁয়াজের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকা হয়েছে। সেই সাথে রসুনের দাম বেড়ে ১১০ টাকা থেকে ২০০ টাকা, কাঁচা মরিচের দাম ১০০ টাকা থেকে ১৫০ টাকা এবং আদার দাম ১৪০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় দাড়িয়েছে।

নিত্যপণ্যের মূল্য হু হু করে বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। চাকুরীজীবী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ কেউই নেই স্বস্তিতে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে-খাওয়া মানুষগুলো।

তারা বলছেন, প্রতিটি জিনিসের দাম যে ভাবে বেড়েছে তাতে করে পরিবারের সদস্যদের জন্য তিন বেলা পরিমান মতো খাবার জোটানো কষ্টকর হয়ে পড়েছে। ওষুধ থেকে শুরু করে লবণ পর্যন্ত- এমন কোনো পণ্য নেই যার দাম মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই তিন গুণ বাড়েনি।

বুধবার (১৭ মে) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গেলে ক্রেতারা এমনই জানান।

তবে, এতে যে বিক্রেতারা স্বস্তিতে আছে তা নয়, বেঁচা কেনা কমে যাওয়ায় তারাও রয়েছেন অস্বস্তিতে। ক্রেতা সাধারণকে বোঝানো কষ্টকর হয়ে পড়ছে তাদের জন্য।

সুলতানপুর বড় বাজারে নিত্য পণ্য কিনতে আসা আমেনা বেগম বলেন, বাজারে সবকিছুরই দাম বেশি। বাধ্য হয়ে টেম্পার নষ্ট হয়ে যাওয়া পচা পেঁয়াজ কিনতে হচ্ছে। তাও ৭০ টাকা কেজি। উপায় নেই। বাজার যেন পাগলা ঘোড়া। হু হু করে বাড়ছে।

বাজার করতে আসা খলিল শেখ বলেন, পেঁয়াজ রসুনের দাম অনেক বেড়ে গেছে। সবকিছুর দাম এতো বেশি যে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের যে ইনকাম, তা দিয়ে মাসের ১০ দিনের বাজারও হয় না।

খলিল শেখের পাশে দাড়ানো এনামুল নামে একজন চেচিয়ে বলেন, আমরা গরিব মানুষ। কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। আজকে যে জিনিসের দাম ১০ টাকা, কাল তার দাম ৩০ টাকা। এমন করে দাম বাড়লে মানুষ বাঁচবে কী করে?

মনিরুল ইসলাম (ছদ্মনাম) নামের এক সরকারি চাকুরীজীবী বলেন, বেতনের টাকায় মাস শেষে বাড়ি ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ দেওয়ার পর যা থাকে তাতে মাসের বাজার হচ্ছে না। মানসিক প্রেসারে দিন যাচ্ছে। কোনো উপায় পাচ্ছি নে।

সুলতানপুর বড় বাজারের মােল্লা ভাণ্ডারের মালিক আজিজুর রহমান বলেন, আগের তুলনায় এখন পেঁয়াজ, রসুন, আদা সবকিছুরই দাম বেশি। কারণ আমরা এসবের সরবরাহ ঠিকমত পাচ্ছি না। যা পাচ্ছি তা অধিক দামে কিনতে হচ্ছে। মানুষকেও বোঝাতে পারছি না। প্রতিদিনই দাম বাড়ছে।

তিনি আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ না আসার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এলসি ছাড়লে দাম আবার কমে যাবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - খুলনা

error: Content is protected !!