বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনুষ্ঠানসমূহ
  2. অর্থ বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. ক্যারিয়ার
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. পরিবেশ
  13. ফটো গ্যালারি
  14. বরিশাল
  15. বিনোদন

জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
the editors
মে ১৮, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

ওমর ফারুক ডলফিন: জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের সীমান্ত পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

সংবাদ সম্মেলনে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাবতীয় প্রস্তুতি তুলে ধরে বলেন, পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। শাহজাদপুরের সকল প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাসের বোর্ড, দূরের শিক্ষার্থীদের জন্য আবাসন, জরুরী চিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, সার্বিক নিরাপত্তাসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে শতভাগ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসময় তিনি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শাহজাদপুরের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - খুলনা

error: Content is protected !!