শুক্রবার , ১৯ মে ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনুষ্ঠানসমূহ
  2. অর্থ বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. ক্যারিয়ার
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. পরিবেশ
  13. ফটো গ্যালারি
  14. বরিশাল
  15. বিনোদন

দাখিলের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

প্রতিবেদক
apurbo roy
মে ১৯, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা গত ১৪ ও ১৫ মে হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, আগামী ২৭ মে ইংরেজি প্রথম পত্র ও ২৮ মে উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা হবে।

এছাড়া আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে এসএসসি ও সমমানের দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়। সেসব পরীক্ষাও আগামী ২৭ ও ২৮ মে নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - খুলনা

error: Content is protected !!