বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অনুষ্ঠানসমূহ
  2. অর্থ বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. ক্যারিয়ার
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. তথ্যপ্রযুক্তি
  12. পরিবেশ
  13. ফটো গ্যালারি
  14. বরিশাল
  15. বিনোদন

ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত ৪তলা ভবন উদ্বোধন

প্রতিবেদক
the editors
মে ২৫, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি উদ্বোধন করেন।

বিদ্যালয়ের সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল উদ্দিন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, প্রাক্তন শিক্ষক মো. আনিস উদ্দিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মো. জাহিদ হোসেন প্রমূখ।

প্রসঙ্গত, নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের (৩০০০ স্কুল) আওতায় ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!