বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় মৎস্য ঘের নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৮, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মৎস্য ঘের নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতরা পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামের ছকিনা-কুদ্দুস দম্পতি ও টিংকার সানা গংদের সাথে আলমতলা মৌজার ৯২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে গোলোযোগ চলে আসছে। গত ১৭ জানুয়ারি সকালে ছকিনা-কুদ্দুস দম্পতি ও তাদের ছেলে মাসুম তাদের বন্দোবস্তকৃত জমিতে মৎস্য ঘেরের বেড়িবাঁধ সংস্কার করছিল। এ সংবাদ শুনে প্রতিপক্ষ টিংকার সানা, রাফ সানা, উজ্জ্বল সানা ও আহসানুল্লাহ সরদার বাক-বিতণ্ডায় জড়িয়ে অতর্কিতভাবে হামলা করে। হামলায় ছকিনা-কুদ্দুস দম্পতিসহ তাদের একমাত্র ছেলে মাসুম মারাত্মক জখম হয়। ঐসময় স্থানীয়রা জখমীদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তারা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাসপাতালে চিকিৎসাধীন ছকিনা-কুদ্দুস দম্পতি জানান, গত বুধবার তারা তাদের বন্দোবস্তকৃত জমিতে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ সংস্কার করছিল। হঠাৎ টিংকার সানা গংরা এসে তাদের কাজে বাঁধা দিয়ে অতর্কিতভাবে তাদের মারপিট করে জখম করে। ঐ সময় প্রতিপক্ষ তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং ঘেরের বাসা ভাঙচুর করে চলে যায়। এ ঘটনায় প্রতিকার চেয়ে সকিনা বাদী হয়ে পাইকগাছা থানায় জিডি করেছে,যার নং-৯২৬।

এ বিষয়ে টিংকার সানা গংরা বলেন, স্থানীয় আজু জমাদ্দারের কাছ থেকে ডিড মুলে আমরা প্রতিদিনের মত আমাদের মৎস্য ঘেরে গিয়েছিলাম। আর ঐখানে সকিনা-কুদ্দুস দম্পতির কোনো জমি নেই।

এবিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা থানার এ এস আই সরদার মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!