বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়, সাহায্যের আবেদন

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ

ইলিয়াস হোসেন, তালা: কিডনি রোগে আক্রান্ত মুনিয়া আক্তার মুন্নী (১৪) বাঁচতে চায়। মুন্নী তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এবং মোবারকপুরের পারভীন সুলতানার একমাত্র মেয়ে।

অন্যান্য সহপাঠীদের মতোই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল মুন্নী। কিন্তু হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নিভু নিভু করছে তার।

মুন্নীর চিকিৎসা করাতে গিয়ে তার মা আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতি দ্রুত তার অপারেশন প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।

মুন্নীর মা পারভীন সুলতানা জানান, মাত্র ১৩ দিন বয়সে মুন্নীকে রেখে তার পিতা অন্যত্র বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই হতে বাবার বাড়ি থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালায় ও মেয়েটিকে স্কুলে পড়ায়। মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় কিডনি রোগ।

তিনি বলেন, দীর্ঘদিন চিকিৎসা করতে করতে আজ আমি নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। চিকিৎসক বলছে, আরো অন্তত ৩ লাখ টাকা প্রয়োজন। মেয়েকে বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।

তাকে সাহায্য পাঠাতে ০১৯১১-৯০৮৩৪৭ (নগদ) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image