ডেস্ক রিপোর্ট: বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সি হিসাবে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে আল নূর ইন্টারন্যাশনাল (আরএল নং-০৬৮৯)।
বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিগত কয়েক বছরে বৈধপথে বিদেশে ১৭ হাজারের অধিক কর্মী প্রেরণ করায় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।