এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের আটুলিয়ায় হারুনার রশীদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভাটা সর্দার ইয়াসিন আলমের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বাড়ির ভিতরে ঢুকে ইয়াছিন আলমকে না পেয়ে তার স্ত্রী রহিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার হুমকি দেন তিনি। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হারুন ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তার শ্বশুর রহিমা খাতুনের স্বামীর নিকটে টাকা পাবে মর্মে দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় হারুন ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে ইয়াছিন আলমের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে বলে তোর স্বামী বাড়ি আসলে কিভাবে টাকা আদায় করতে তা দেখে নেব, টাকা আদায় করে ছাড়বো, বাড়ির ইট খুলে নিয়ে যাবো, আর তোরা এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তোকেসহ তোর স্বামী, দেবরসহ পরিবারের লোকজনদের যেখানে পাবো সেখানে ফেলে পিটাবো।
খোঁজখবর নিয়ে জানা যায়, হারুনার রশীদ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাকড়াঘাট এলাকার বাসিন্দা।
এ বিষয়ে হারুনার রশীদের কাছে জানতে মুঠোফোনে কল করলে তিনি বলেন, আমরা টাকা পাবো। তাই চাইতে গিয়েছিলাম।
তবে, ইয়াছিন আলম বলেন, তার সাথে তাদের কোন ধরনের লেনদেন নেই।
শ্যামনগর থানার পরিদর্শক মনজুর রহমান জানান, সাধারণ ডায়েরি হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলা। আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।