ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের বনদস্যু সবুজ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে ভারতীয় বনরক্ষী ও বিএসএফ সদস্যরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের তালপট্টি এলাকা দিয়ে ভারতের হরিখালী খালে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন, বাহিনী প্রধান সবুজ গাতিদার (৩৮) ও মিকাইল মোল্যা (৪৫)।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সবুজ গাতিদার (৩৮) ও মিকাইল মোল্যা ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যায়। তারা যথাক্রমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের ছিয়ামুদ্দীন মোল্লা ও কালিগঞ্জের ভাঙ্গানমারি গ্রামের নওয়াব আলী গাতিদারের ছেলে।