শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন ২৩ ফেব্রুয়ারি

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন ২৩ ফেব্রুয়ারি রোববার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

দীর্ঘ ১৭ বছর পর নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মী সম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকাল ৯টায় নারীরা এবং দ্বিতীয় পর্বে দুপুর ২টায় পুরুষরা অংশ নেবেন।

সম্মেলনকে ঘিরে শ্যামনগর সদরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয়েছে পোস্টার, টাঙানো হয়েছে ব্যানার এবং ফেস্টুন। উপজেলা সদরের প্রবেশ পথগুলোতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা রেখে মাঠজুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল।

এর আগে ২০০৮ সালে একই স্থানে (নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে) সমাবেশ করেছিলো জামায়াত।

কর্মী সম্মেলন সফল করতে ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য প্রভাষক আব্দুল জলিল, জেলা ইউনিটের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, অফিস সেক্রেটারি প্রভাষক মহসিন আলম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image