ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ল কলেজের ৪০ বছর পূর্তি উৎসব আগামী ৩১ মে। এজন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন।
গৌরবময় পথচলার ৪০ বছর পূর্তি উদযাপনে গ্রহণ করা হয়েছে বিস্তারিত কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ঐতিহাসিক নাটক ‘নবাব সিরাজউদ্দৌলা’।
উৎসব সফলে গঠনা করা হয়েছে উদযাপন কমিটি, উপদেষ্টা পরিষদ ও একাধিক উপকমিটি।
উদযাপন কমিটির আহ্বায়ক সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ড. রবিউল ইসলাম খান এবং সদস্য সচিব অ্যাড. মুহা. মুনিরুদ্দীন।
উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মিনহাজ আহমেদ। উপদেষ্টা যথাক্রমে অ্যাড. শেখ ইমদাদুল ইসলাম, অ্যাড. প্রণব কুমার সরকার, অধ্যক্ষ মো. আবু সাঈদ, অ্যাড. আ ক ম শামসুদ্দোহা, অ্যাড. মাগফুর রহমান, অ্যাড. ফজলুর রহমান, অ্যাড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. হোসনেয়ারা হক, অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. শহীদ হাসান বাবু, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, অ্যাড. লাকি ইয়াসমিন, অ্যাড. শরীফ আজমির হুসাইন রোকন, অ্যাড. হাসনা হেনা খান, অ্যাড. ফেরদৌসী ইফতেখার লুচি এবং প্রশাসনিক কর্মকর্তা এস. এম. আসাদুল হক লাভলু।
অর্থ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনায় মো. ফিরোজ আলী ও হুমায়ুন কবির রায়হান, আপ্যায়নে সালাউদ্দিন রানা ও রুবাইয়া রহমান, প্রকাশনায় সদানন্দ সরকার ও নাজমা খাতু, সাংস্কৃতিক আয়োজনে স্বপ্না আইরিন, তহমিনা আয়শা নীল ও চমন আফরোজ, সাজসজ্জায় এস. এম. বিপ্লব হোসেন ও প্রিয়াঙ্কা হাজরা, প্রচার ও প্রচারণায় দেলোয়ার হোসেন ও খয়বর আলী, র্যালির দায়িত্বে নাজমুল হক ও আব্দুল্লাহ আল মামুন, অভ্যর্থনায় সানজিদা ডালিয়া ও চম্পা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছেন কাজী শাহাব উদ্দীন সাজু ও অহিদুল ইসলাম।
সমগ্র আয়োজনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সাতক্ষীরা ল কলেজের সাবেক শিক্ষার্থী ও ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি এস. এম. বিপ্লব হোসেন।
তিনি জানান, সাতক্ষীরা ল কলেজের ৪০ বছর পূর্তি উৎসবে অংশগ্রহণের জন্য সকলকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। রেজিস্ট্রেশন বুথ সাতক্ষীরা ল কলেজ, সাতক্ষীরা আইনজীবী সমিতি ও কফিভিলা রেস্টুরেন্ট।