মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নৃত্যশিল্পী নাঈমের অনন্য অর্জন

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডে ‌করাত ইন্টারন্যাশনাল ফোকলোর ফেস্টিভ্যাল-এ বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নাঈম।

গত ২৫ জানুয়ারি থাইল্যান্ডের প্রিন্সেস চুলাবর্ন কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনে তাকে এসব সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এই ফেস্টিভ্যালে তিনি বাংলাদেশের প্রথম একক নৃত্যশিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন।

নাঈমের নৃত্যের যাত্রা শুরু সাতক্ষীরায়, নৃত্যগুরু সাথী হালদারের হাত ধরে। তার প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় নাঈমের নৃত্যে হাতেখড়ি হয়। এরপর ঢাকায় গিয়ে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

সেখানে তিনি খ্যাতিমান প্রশিক্ষক নুসরাত জান্নাত রুহি, র‍্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস, দীপা খন্দকার ও তাহনুন আহমেদীর কাছে লোকনৃত্যসহ অন্যান্য নৃত্যশৈলীতে পারদর্শিতা অর্জন করেন।

২০২২ সালে ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপ পেয়ে তিনি গুজরাটের “দ্য মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদা”-তে ব্যাচেলর অব ডান্স বিষয়ে পড়াশোনা শুরু করেন। পাশাপাশি, তিনি ভারতের প্রখ্যাত কত্থক নৃত্যগুরু পণ্ডিত জগদীশ গঙ্গানীর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।

নাঈম আন্তর্জাতিক বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। এর আগে তিনি দুবাই এক্সপো ২০২০-তে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর তালিকাভুক্ত একজন নৃত্যশিল্পী।

এই অসাধারণ অর্জন নিয়ে নাঈম বলেন, এই সম্মান শুধু আমার নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অর্জন। আমি কৃতজ্ঞ আমার গুরুর প্রতি, যাঁরা আমাকে এই পথচলায় সহায়তা করেছেন। ভবিষ্যতে দেশকে আরও বড় মঞ্চে প্রতিনিধিত্ব করতে চাই।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image