গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: পবিত্র মাহে রমজানে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ বৃদ্ধির লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার শিক্ষার্থীদের পাশাপাশি সিনিয়র অ্যালামনাই ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ বায়োটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ।
সংগঠনটির আহ্বায়ক মো শাহাব উদ্দিন জানান, এই ইফতার মাহফিল চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও দৃঢ় করার এক অনন্য প্রয়াস। এখানে নবীন-প্রবীণ সবাই একত্রে মিলিত হয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার করেন, যা পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।