রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে ইসলামিক রিলিফের এহসান প্রকল্পের সমাপনী সভা

প্রতিবেদক
the editors
মার্চ ১৬, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

 

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরে ইসলামিক রিলিফের এহসান প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, ইসলামিক লিরিফের প্রকল্প ব্যবস্থাপক ফজলুর রহমানসহ কাশিমাড়ী ও আটুলিয়া ইউপি সদস্যবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের ম্যানেজার এরশাদুল ইসলাম, মোঃ রেদওয়ানুর রহমান, আজিজুর রহমান, আসাফুর রহমান আসিফ, কাশিমাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকল্প কর্মকর্তা ইঞ্জিনিয়ার প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের আটুলিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকল্প কর্মকর্তা মতিয়ার রহমান|

প্রসঙ্গত, এহসান প্রকল্পের আওতায় ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের চলতি মাস পর্যন্ত কাশিমাড়ি ও আটুলিয়া ইউনিয়নে বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য ৬০ টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। যা প্রতিদিন ১ হাজার পরিবারের বিশুদ্ধ খাবার পানির চাহিদা পূরণ করে। এছাড়া স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হয়েছে ২৮০টি এবং ৫০৮ জন শ্রমিককে কাজের বিনিময়ে ২৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image