ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে সাতক্ষীরা শহর ছাত্রদল।
রবিবার (১৬ মার্চ) সাতক্ষীরা শহরের ডাকবাংলা মোড় ও তালতলা স্কুল মোড়ে পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, সদর থানা তাতী দলের সদস্য সচিব নাহিদ হাসান টিপু, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশি, আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের রুবাই প্রমুখ।