বুধবার , ১০ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় দেবহাটায় প্রস্তুতি সভা

প্রতিবেদক
the editors
মে ১০, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার শেখ গোলাম আযম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার,সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির দেবহাটা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ।

সভায় ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুতকরণ, উদ্ধার কর্মী প্রস্তুত রাখা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সতর্ক বার্তা অনুযায়ী মাইকিং করা ও কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!