https://theeditors.net/
রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘চুপ করো, সে দুই বাচ্চার মা’, কাকে বললেন শাহরুখ?

প্রতিবেদক
the editors
আগস্ট ১৩, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: ‘চুপ করো, সে দুই বাচ্চার মা’, কাকে বললেন শাহরুখ?
মাঝেমধ্যে টুইটারে প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেন বলিউড বাদশা শাহরুখ খান। যেখানে তার ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন।

নিজের সিনেমা নিয়েও কথা বলেন।
আর সুযোগ পেয়ে কিং খানকে অদ্ভুত সব প্রশ্ন করেন ভক্তদের কেউ কেউ। আর দুর্দান্ত সব জবাব দিয়ে সেসব ভক্তদের চমকে দেন শাহরুখ।

সম্প্রতি ‘আস্কএসআরকে’ সেশনে এমন ঘটনাই ঘটল। একজন ভক্ত তাকে প্রশ্ন করেন, ‘মেয়েদের পটান কীভাবে?

প্রশ্নটা ভালোভাবে নেননি শাহরুখ। জবাবে এই বলিউড সুপারস্টার বলেন, পটানো শব্দটা বলবেন না।

আরেকজনের প্রশ্ন ছিল, ‘আপনার বাড়িতে প্রতি মাসে কী বিদ্যুতের বিল আসে। ’

এর জবাবটা রসবোধ মিশিয়ে দেন শাহরুখ। বলেন, ‘আমার বাড়িজুড়ে ভালোবাসার আলো ছড়িয়ে আছে। আর তা থেকে সারা বাড়ি ঝলমলিয়ে ওঠে। তাই বিল আসে না। ’

এরই মধ্যে প্রশ্ন ওঠে শাহরুখের মুক্তির অপেক্ষায় থাকা ‘জওয়ান’ সিনেমা নিয়ে।

একজন প্রশ্ন করেন, সিনেমার অভিনেত্রী নয়নতারাকে নিয়ে। তিনি মজার ছলে বলেন, ‘নায়িকা নয়নতারার প্রেমে মজেছেন কি না’

সেখানেও রসালো জবাব দেন শাহরুখ, ‘চুপ করো, সে দুই বাচ্চার মা, হা হা হা। ’

এ সময় শাহরুখের বয়স টেনে অনেক এক ভক্ত। বলেন, ‘স্যার, জওয়ান হওয়ার জন্য এক বিশেষ বয়স থাকা প্রয়োজন, কিন্তু আপনার বয়স তো অনেক বেশি। ’

এখানের গুগলিতে ওই ভক্তকে বোল্ড করতে দ্বিধায় পড়েননি এসআরকে। তিনি বলেন, ‘(বয়স) মনে করিয়ে দিয়ে ভালো করেছ। তবে একটা কথা মনে রেখো। নির্বোধ হওয়ারও কোনো বয়স থাকে না, হা হা হা। ’

এবার প্রসঙ্গ আসে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’-এর। দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত অভিনীত সিনেমাটি মুক্তির দিনই দারুণ সাড়া ফেলেছে।

এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, ‘‘জেলার’ দেখতে যাবেন? জবাবে বলিউডের বেতাজ বাদশা বলেন, ‘নিশ্চয়ই, আমি রজনী স্যারকে ভালোবাসি। রজনীকান্ত স্যার ‘জওয়ান’ সিনেমার সেটে এসেছিলেন। আর তিনি আমাদের আশীর্বাদ দিয়েছেন। ’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টিতে ভেসে গেল প্রথম ওয়ানডে

করোনার ৩য়-৪র্থ ডোজের টিকা ক্যাম্পেইন শুরু

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ভেজাল নারকেল তেল বাজারজাত করায় ব্যবসায়ীকে জরিমানা

রমজাননগরে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শামস ইশতিয়াক ও কোহিনুর ইসলাম

গাবুরায় খোলপেটুয়ার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতংকে এলাকাবাসী!

দেবহাটায় বিপুল সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার থেকে শুরু তিনদিনের লালন স্বরণোৎসব