সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
আগস্ট ২৬, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাটিয়া মাঠপাড়া-গদাইবিল সড়কে হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ব্যবসায়ী মো. রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন মো. মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজরুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়ার উপায় নেই কারো।

তারা বলেন, এখনি জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ না নিলে এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

বক্তারা পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেত ঘের মালিকদের ১ ঘণ্টার আল্টিমেটাম দেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!