উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহনশীল আলুবীজ, ধানবীজ ও জৈবসার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পিসিআরসিবি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা সিসিডিবি মুন্সিগঞ্জ প্রকল্প অফিসে এসব বীজ ও সার বিতরণ করে।
সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, সিসিডিবি’র কঙ্কণ বৈরাগী, জগদীশ সরদার, দিল আফরোজ প্রমুখ।
এর আগে কৃষকদের আলু বীজ ও ধানবীজ রোপণের কৌশল নিয়ে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বনবিবিতলা গ্রামের ৬০টি কৃষক পরিবারের মাঝে ১০ কেজি করে লবণ সহনশীল ব্রি-ধান ৬৭ বীজ, ১০ কেজি আলুর বীজ, ৪০ কেজি জৈব সার, ১০ কেজি জিপসাম সার বিতরণ করা হয়।