দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ও সাত উপজেলা কাজী সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় দেবহাটার পারুলিয়াস্থ ক্যাফে মুসাফির অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত জেলা কাজী সমিতির বিশেষ সভায় এসব কমিটি গঠিত হয়।
এতে জেলার সাতটি উপজেলার অন্তত ৭০ জন ম্যারেজ রেজিস্ট্রার অংশগ্রহণ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে মো. রেজাউল করিমকে সাতক্ষীরা জেলা কাজী সমিতির সভাপতি এবং মুহাম্মাদ কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় মো. রেজাউল করিমকে সভাপতি ও মোহাম্মাদ আলী হাবিবীকে সাধারণ সম্পাদক, কলারোয়া উপজেলায় আমিরুল ইসলামকে সভাপতি ও আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক, আশাশুনি উপজেলায় মাওলানা আব্দুল মান্নানকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলায় মাওলানা ফুয়াদুল ইসলামকে সভাপতি ও আবু রায়হানকে সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলায় মাওলানা আবু সায়াদাত মো. ইউসুফ আলীকে সভাপতি ও কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং দেবহাটা উপজেলায় মুহাম্মাদ কামরুজ্জামানকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠিত হয়।