রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ

প্রতিবেদক
the editors
আগস্ট ৬, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় কম্পিউটার বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ আগস্ট) শ্যামনগরের জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সভাপতিত্বে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম প্রমুখ।

রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শ্যামনগরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এতে প্রশিক্ষণ প্রদান করেন ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক এম এম আব্দুল্লাহ আল মামুন।

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, চিংড়িখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও কম্পিউটার শিক্ষক মো. জাহিদুল ইসলাম, ত্রিপানি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক অনাদি কুমার মন্ডল প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!