সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৩ জনের মৃত্যু

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ সদর উপজেলার শুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শুড়াপাড়া গ্রামের মো. আঙ্গার আলী (৫৫), হাসিনা খাতুন (৬৫) ও রেশমা বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, শুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী সকালে বাড়ির বাইরে যান। এরপর অনেকক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান যে তিনি বাড়ির পেছনের একটি বাগানে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এ অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গেলে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ঘটনাস্থলেই আঙ্গার আলীর মৃত্যু হয়।

পরে গ্রামবাসী ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তাদেরও মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!