ডেস্ক রিপোর্ট: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল সাড়ে ৯টায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল বেদীতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী (টুঙ্গিপাড়ার মিয়া ভাই) ও পুরস্কার বিতরণ, সুবিধাজনক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ওপর নির্মিত প্রামাণ্য চিত্র (অসমাপ্ত মহাকাব্য/চিরঞ্জীব বঙ্গবন্ধু) ও চলচ্চিত্র ((টুঙ্গিপাড়ার মিয়া ভাই) প্রদর্শন, বাদ জোহর মসজিদ মন্দির গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতা, হামদ-নাত এবং দোয়া মাহফিল এর আয়োজন।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ কর্মসূচি জানানো হয়েছে।