https://theeditors.net/
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভরণ পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে পিতার অভিযোগ

প্রতিবেদক
the editors
মার্চ ৫, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভরণ পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পিতা।

সাবেক শিক্ষক আব্দুল হামিদ ১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার বরাবর তার একমাত্র ছেলে সাদিকুজ্জামান সাদিকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুল হামিদ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার পৈত্রিক ও অর্জিত সকল সম্পত্তি উত্তরসূরীদের মাঝে হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করেন। হস্তান্তরকৃত সম্পত্তির সকল আয় একমাত্র ছেলে সাদিকুজ্জামান গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য আব্দুল হামিদ ও তার স্ত্রীর একমাত্র ভরসা সামান্য অবসর ভাতা। পৈত্রিক ও ক্রয় সূত্রে ১৫ বিঘার বেশি সম্পত্তি থাকা সত্ত্বেও ছেলের খাম খেয়ালি ও আত্মসাৎমূলক আচরণের কারণে বৃদ্ধ বয়সে স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

জীবনের শেষ সময়ে এসে এমন পরিস্থিতি মোকাবিলায় অসহায় হয়ে ছেলের সহানুভূতি কামনা করেছেন তিনি।

স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য ৮৮০০ দাগে অন্তর্ভুক্ত পারুলিয়া সাগর সাহা দীঘির পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬ বিঘা জমির বার্ষিক লিজের টাকা যেন তিনি পান, লিখিত অভিযোগে তিনি সেই দাবি জানিয়েছেন।

এদিকে, সাদিকুজ্জামান সাদিক তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।

এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত