ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিকালে জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের আয়োজনে ও সাতক্ষীরা জেলা মন্দিরের সার্বিক সহযোগিতায় জেলা জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ফিতা কেটে রথযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয়মহাপ্রভু সেবক সংঘ পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দ প্রসাদ ঘোষ, অসীম কুমার দাস সোনা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দাস সোনাতন চন্দ্র ও যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস।