ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে প্রশাসনে দায়িত্বরতদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় সমন্বয়ক পরিচয়ে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সমন্বয়কগণ তাদের অবস্থান তুলে ধরে বলেন, সাতক্ষীরাসহ দেশের অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে স্বীকৃত কোনো সমন্বয়ক কমিটি নেই।
যে বা যারা আইন হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের অনুরোধ করেন তারা।
সভায় সমন্বয়কদের বক্তব্যের প্রেক্ষিতে অনেকেই ক্ষুব্ধ হন।
পরে কেন্দ্রীয় সমন্বয়কগণ সাতক্ষীরায় পূর্বঘোষিত ছাত্র-জনতার মতবিনিময় সভায় বিশৃঙ্খলা সৃষ্টি শংকা প্রকাশ করেন এবং পূর্ব ঘোষিত ছাত্র-জনতার মতবিনিময় সভা স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান।
যদিও বিকালে শিল্পকলায় ছাত্র-জনতার মতবিনিময় সভা ছাত্রদল ও শিবিরের বিরোধিতার মুখে প- হয়ে গেছে।