Thursday , 21 November 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস উপল‌ক্ষে বারসিকের চিত্রাংকন প্রতি‌যোগিতা

প্রতিবেদক
admin
November 21, 2024 8:38 pm

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ২০২৪ উপল‌ক্ষে চিত্রাংকন প্রতি‌যোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহ‌রের রাজারবাগান ঋষিপাড়া ও ইটাগাছা মা‌নিকতলা ব‌স্তি‌তে বেসরকা‌রি গ‌বেষণা প্রতিষ্ঠান বার‌সি‌ক এবং শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌ম এই প্রতিযোগিতার আয়োজন করে।

‘কেমন শহর চাই’ শীর্ষক এই প্রতিযোগিতায় ৫৫ জন শিশু-কি‌শো‌র অংশগ্রহণ ক‌রে।

রাজারবাগান ঋষিপাড়ার প্রতি‌যোগিতায় যৌথভাবে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অ‌ধিকার ক‌রে সুমাইয়া সা‌দিয়া, নাজ‌মিন আক্তার, দিয়া দাস, রা‌বেয়া খাতুন, পূজা দাস, মে‌হে‌রিন সুলতানা।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মা‌ঝে পুরস্কার বিতরণ ক‌রেন বার‌সি‌কের সহ‌যোগী কর্মসূ‌চি কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌মের সভাপ‌তি আব্দুর রহমান, সহসভাপ‌তি মাকসুদা জে‌রিন, সাংগঠ‌নিক সম্পাদক ফ‌রিদ গাজী, সদস্য তা‌মিম রোহান প্রমুখ।

এসময় বার‌সি‌কের সহ‌যোগী প্রোগ্রাম অ‌ফিসার গাজী মা‌হিদা মিজান বলেন, নিজেদের প‌রি‌বেশ প্রকৃ‌তি নি‌য়ে চিন্তার উগ্রেক ঘটাতে শিশুদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি নগরের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে। বড় হয়ে নিজেদের নগর নিজেরা সুন্দর করে রাখবে।

সর্বশেষ - জাতীয়