সাকিব হাওলাদার, বাগেরহাট: বাগেরহাটে ভেজাল নারকেল তেল তৈরি, বাজারজাত এবং বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করায় নাসির উদ্দিন বালি নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার কলবাড়ির মিম এন্টারপ্রাইজের কারখানায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন ভেক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল ইমরান। এসময় বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল ইমরান বলেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল নারকেল তেল বাজারজাত করা হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় এবং বিষয়টি প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।