মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৫ মার্চ) কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের পঞ্চবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘শত বর্ষের অভিমুখী আহ্ছানিয়া মিশন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা, দেশ ও বিদেশের শতাধিক শাখা মিশনের প্রতিনিধি, আহ্ছানিয়া মিশন অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশন সংশ্লিষ্ট সুধীজনসহ বিভিন্ন পর্যায়ের হাজারেরও অধিক মানুষ অংশ নেন।
খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলভি আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধনী পর্বে আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণ করে আলোচনা করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ম সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং চৌধুরী মোঃ আমজাদ হোসেন।
এ সময় শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। আরও বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মোঃ ইউনুস, নির্বাহী সদস্য আবুল ফজল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮৫টি শাখা মিশন, ভারত, কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নেতৃত্বে স্রষ্টার এবাদাত ও সৃষ্টের সেবায় নানা কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠান শেষে সম্মেলনের ঘোষণা পত্র পাঠ করেন মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম।