ডেস্ক রিপোর্ট: শনিবার তালিমূল উম্মাহ মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।
ইফতার মাহফিলে অংশ নেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, আহ্ছানিয়া মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ, শহর ছাত্রদলের রাশেদ, শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উচিত এতিমদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। ইনশাআল্লাহ, আমরা সবসময় তাদের পাশে থাকবো।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুফতি আবুল কাশেম।