দেবহাটা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দেবহাটাতেও পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
সকাল ৯টায় উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতার মুর্যালে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবাদুল্যাহ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।