ডেস্ক রিপোর্ট: দায়িত্বভার গ্রহণ করেছেন সদর উপজেলার কদমতলা বাজার কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে বাজার চত্বরে এডহক কমিটির আহবায়ক আব্দুস সবুর এর সভাপতিত্বে বাজার কমিটির নব-নির্বাচিত কর্তকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.আকবর আলী।
এ সময় শপথ নেন কদমতলা বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো.শামসুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. মিলন হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আফসার উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, আবুল হাসান, শেখ মিজানুর রহমান, শেখ নিজামুল হক শিমুল, হযরত আলী, রবিউল ইসলাম, মো. সাইদুজ্জামান ও অফিস সম্পাদক শাহারুল ইসলাম প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, সদর থানার সেকেন্ড অফিসার এসআই এসএম শামীম আক্তার, কদমতলা বাজার এডহক কমিটির সদস্য সচিব শেখ মাসুদ আলী, ব্যবসায়ী ইয়াছিন আলী, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো.রওশন আলী, সাধারণ সম্পাদক মোঃ রজব আলী খাঁ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল ইসলাম, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, কদমতলা বাজার মসজিদের ইমাম মুফতী আব্দুল মতিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কমিশনার নজরুল ইসলাম।