the editors logo
বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ঈদ পুনর্মিলনীতে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলা

প্রতিবেদক
the editors
এপ্রিল ৩, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সাতক্ষীরা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবুর সঞ্চালনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক, সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনীতে অংশ নেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, ঢাকসু’র সাবেক বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোজাম্মেল হোসেন তোজাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান আজ্জেদ, শামিম হেসেন কুরাইশী লাল্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সম্পাদক মির্জা দুদায়েভ মাসুদ খান অর্ঘ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজ আল মাহমুদ লিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর মিনু, সাবেক সভাপতি মো. আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক আবিদুল হক মুন্না, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সাধারণ সম্পাদক মির্জা রাশেদুজ্জামান রনি, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. আরিফুর রহমান আলো, সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি যুগ্ম আহবায়ক আরাফাত রহমান রাব্বি, শিহাবুজ্জামান শিহাব, মাসুদ আলম, মো.ইরফান ফাত্তাহ, রাসেল, আসাদুজ্জামান নয়ন, জুয়েল ইসলাম, শাহরিয়ার ইনতেয়াজ, শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।

ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!