ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম।
এরপর শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। সবশেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি পালিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।