রবিবার , ১৮ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাকিবের নেতৃত্বে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: চলতি বছর ভিন্ন ধাচের টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও এই ফরম্যাটে হারায় তারা।
এবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।

এই সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও পেসার এবাদত হোসেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের জায়গা হয়নি এবার। এর বাইরে আর তেমন বদল আসেনি দলে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ঈদের পর ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!