বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই: জয়া আহসান

প্রতিবেদক
the editors
জানুয়ারি ৯, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে যশ-খ্যাতি কুড়ালেও এখনো সিঙ্গেল জীবন কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। স্বাভাবিক কারণে তার ভক্তদের প্রশ্ন, জয়া আহসান কি বিয়ে করবেন? তবে এ বিষয়ে নীরব থাকতেই দেখা যায় তাকে। এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন তিনি।

এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার এত এত দায়িত্ব আছে, সেটা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না।

বিয়ে করলেই সংসার হয় না, এ তত্ত্ব বিশ্বাস করার আহ্বান জানিয়ে জয়া আহসান বলেন, সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না। আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী! এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।

লোক দেখানো ফটোফ্রেম সংসার করে লাভ নেই বলে মনে করেন জয়া। ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, আমার চারটা চারপেয়ে বাচ্চা। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছপালা সবকিছুই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? যারা বিয়ে করেও যোজন ক্রোশ দূরে থাকে মানসিকভাবে, সেটাই কি সংসার? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।

বিয়ে করে সংসার করার ইচ্ছা আর জয়ার নেই। অন্তত তার বক্তব্য এমনই ইঙ্গিত দিচ্ছে। জয়ার কথায়, সংসার সত্যিকারভাবে কেউ যদি করে, সেটা তারা করুক। তার এক্সটেনশন তৈরি করুক। পৃথিবীতে দিয়ে যাওয়ার মতো কিছু করুক। আমি আমার মতো করে এভাবেই সংসার করছি, করব।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে বাংলাদেশি মডেল ফয়সাল আহসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া। ২০১১ সালে ইতি টানেন ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবন কোস্টাল নেটওয়ার্কের সমন্বয় সভা

সাতক্ষীরা সদর আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদের মতবিনিময়

মোস্তাফিজের ‘বেগুনি ক্যাপ’ ফিরে পাওয়ার ম্যাচে চেন্নাইয়ের সহজ জয়

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাতক্ষীরার সাংবাদিক সমাজের

১০ উইকেটে জয় পেল যশোর

গাবুরায় লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

আশাশুনিতে পিতা-পুত্রের ঐতিহ্যবাহী লাঠি খেলা

দেবহাটায় বাল্যবিয়েতে প্রশাসনের হানা, বরপক্ষ ও কনেপক্ষের ভোঁ-দৌড়

ডে‌কে পাঠা‌নো স‌ত্ত্বেও সাড়া না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে যুবকের উপর হামলা

বিয়েবিচ্ছেদ নিয়ে নীরবতা ভেঙে যা বললেন জয়া

error: Content is protected !!