রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গাবুরায় লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় ইউনিয়ন গাবুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) গাবুরার ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শের পাশাপাশি ওষুধ প্রদান করেন। এতে সেবা পেয়ে খুশী ৪ শতাধিক সেবাগ্রহীতা।

ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন ও শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লে. কর্নেল (অবঃ) ডা. মোঃ মোজাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সম্পাদক মোঃ আমজাদ হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়কারী শাহীন আহমেদ, লিডার্স এর অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার হাসান, ডা. শানজানা পারভীন, ডি এস এফ (চক্ষু) সুমিত কুমার গাইন প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!