ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
বৃহস্পতিবার (৩ মার্চ) তিনি বিছটের ভাঙন পয়েন্ট পরিদর্শন করেন।
এসময় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়কে পাউবোর বেড়িবাঁধের নিচে লবণ পানি উত্তোলনে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সেনাবাহিনীর কর্নেল নাবিদ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মাওঃ মুহাদ্দিস রবিউল বাশার, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তজা, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক প্রমুখ।