পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টােবর) থানা চত্বরে অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের প্রাণ কৃষ্ণ দাস, মুরারী মোহন সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, উত্তম সাধু, শংকর দেবনাথ, সুনীল মন্ডল ও সাংবাদিক বি সরকার।
থানার সেকেন্ড অফিসার মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুরঞ্জন চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, পলাশ বাছাড়, বিদ্যুৎ বিশ্বাস, রামপ্রসাদ সাধু,কালিপদ বিশ্বাস, তরুণ কান্তি সরকার, অধীর কৃষ্ণ মন্ডল, কনক চন্দ্র তরফদার, বিপ্লব কান্তি মন্ডল প্রমুখ।
প্রসঙ্গত, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯টি, কপিলমুনিতে ১৯টি, লতায় ১৪টি, দেলুটিতে ১৫টি, সোলাদানায় ১২টি, লস্করে ১৭টি, গদাইপুরে ৫টি, রাডুলীতে ২২টি, চাঁদখালীতে ১৩টি এবং গডুইখালী ইউনিয়নে ১৩টি মণ্ডপে পূজা প্রস্তুতি নেওয়া হয়েছে।