ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ হোসেন বায়রন এবং ক্লাবের প্রয়াত কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকালে টাউন স্পোর্টিং ক্লাবে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক এমপি আশরাফুজ্জামান আশু, সহসভাপতি সৈয়দ মাহমুদ পাপা, কোষাধ্যক্ষ আব্দুর সবুর, ক্রীড়া সম্পাদক ইদ্রিস বাবু, নির্বাহী সদস্য আনিসুজ্জামান হেলাল, কিরণময় ঘোষ,অপু, আকরাম হোসেন খান বাপ্পি, কমল বিশ্বাস, আবুল কুরাইশি লালটু, দিপু, কাজী আমিনুর হক ফিরোজ, টাউন স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি প্রয়াত জুনায়েদ হোসেন বায়রন এর পুত্র মারজান হোসেনসহ ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
টাউন স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য মজনুর রহমান খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ফিরোজ আহমেদ।