বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সংরক্ষিত নারী আসনে ভোট, ঋণ খেলাপিদের তথ্য চায় ইসি

প্রতিবেদক
star kids
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ঋণ খেলাপের তথ্য দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির উপসচিব এম মাজহারুল ইসলাম এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, ১৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের দিন ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, বাবা/মা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মতো রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করবে।

২৮ নভেম্বর, ২০২৩ তারিখ জারিকৃত নির্দেশনার আলোকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ মনোনয়নপত্র বাছাইয়ের সময়সীমার আগে রিটানিং কর্মকর্তার বরাবরে দেওয়াসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ইসি সচিব মো. জাহাংগীর জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!