শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদের জামাত

প্রতিবেদক
the editors
এপ্রিল ২১, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

রিজাউল করিম: সাতক্ষীরার বেশ কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর।

সে অনুযায়ী শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে ঈদের নামাজ আদায় করেন নারী-পুরুষসহ ৬৫-৭০ জন মুসুল্লী।

একইভাবে সদর উপজেলার ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, তালার ইসলামকাটি ও খলিলনগর, কলারোয়ার সোনাবাড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত প্রসঙ্গে মুসল্লীরা জানান, ১৯৮৬ সালে জর্ডানের আম্মান শহরে ওআইসির সম্মেলনে সমগ্র মুসলিম জাতিকে নিয়ে যে রেজুলেশন হয়েছিলো, তাতে বাংলাদেশ স্বাক্ষর করলেও তা আজও বাস্তবায়িত হয়নি। ঈদ ও রোজা একই সময়ে হবার কথা অথচ তা আলাদাভাবে পালিত হচ্ছে।

ওআইসির সম্মেলন অনুযায়ী সমগ্র মুসলমান জাতিকে একত্রিত হবার আহবান জানান তারা।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!