https://theeditors.net/
শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডিসি সম্মেলন শুরু রোববার, উঠছে ৩৫৪ প্রস্তাব

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দু রশীদ।

তিনি জানান, ডিসিদের পাঠানো ১ হাজার ২৪৫ প্রস্তাবের মধ্যে ৩৫৪টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিসি সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ সরকারের নীতি-নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ এবং কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে পাঠানো মাঠ পর্যায়ে জনস্বার্থ সম্পৃক্ত প্রস্তাব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবারের সম্মেলন ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। গত সম্মেলন চার দিনব্যাপী ছিল। সম্মেলন চলার সময় কমিশনার ও জেলা প্রশাসকগণ প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সদয় নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণের সঙ্গে কার্য-অধিবেশন রয়েছে।

সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। এবার মোট অধিবেশন ৩৪টি কার্য-অধিবেশন ৩০টি। এরমধ্যে একটি উদ্বোধন অনুষ্ঠান, একটি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সদয় নির্দেশনা গ্রহণ; এবং অন্যান্য আনুষ্ঠানিকতা দুটি (প্রধান উপদেষ্টার সাথে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ আডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভা)।

অংশগ্রহণকারী কার্যালয় একটি (প্রধান উপদেষ্টার কার্যালয়); অংশগ্রহণকারী মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার সংখ্যা ৫৬টি। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাননীয় উপদেষ্টা/বিশেষ সহকারী/সিনিয়র সচিব/সচিবগণ। কমিশনার ও জেলা প্রশাসকগণের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে।

প্রাপ্ত প্রস্তাবসমূহে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংক্রান্ত সর্বোচ্চ ২৮টি প্রস্তাব এসেছে।

আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তার উপদেশ ও নির্দেশনা গ্রহণের সূচি নির্ধারিত রয়েছে। সুপ্রিম কোর্ট ভবন এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

ডিসিশন সম্মেলনের প্রধান প্রধান আলোচ্য বিষয়:

এবার ডিসির সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ;
দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম; স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন; সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স; শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ; স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ; পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ; ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।

সম্মেলনের প্রত্যাশিত ফলাফল:
মাঠ পর্যায়ে কর্মসম্পাদনকালে জেলা প্রশাসকগণ যে সকল আইনগত, প্রশাসনিক, আর্থিক কিংবা অন্যবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং স্ব স্ব জেলায় যে সকল সম্ভাবনা বিদ্যমান সেসব বিষয়ে সম্মেলনের মাধ্যমে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মাননীয় উপদেষ্টা/বিশেষ সহকারী/সিনিয়র সচিব/সচিবগণের উপস্থিতিতে আলোচনা করে চ্যালেঞ্জ মোকাবিলার পন্থা নির্ধারণ এবং বিদ্যমান সম্ভাবনাসমূহকে কাজে লাগানোর উপায় নির্ধারণ।

মন্ত্রণালয়/বিভাগসমূহের অনুসৃত নীতি-কৌশল ও গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসকগণ কর্তৃক সম্যক ধারণা লাভ; পর্যটন বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসেবা বৃদ্ধি এবং পন্থায় সরকারের নীতি ও কর্মসূচির বাস্তবায়ন ত্বরান্বিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত