the editors logo
শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় শিক্ষক রেজাউল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
আগস্ট ১৭, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতি‌নি‌ধি: খুলনার কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম রেজাউল করিম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার, কয়রার আয়োজনে উপজেলা সদরের জিরো পয়েন্টে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কয়রা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মাস্টার শহিদ সরোয়ার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খোকা, ২নং কয়রা মধ্যবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর, কয়রা কাশির খালদার সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, বতুলতলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ হাসান, মাস্টার শহীদ হাসান মোহাম্মদ তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, শোয়েব আলী, আনিসুর রহমান, আবু সাঈদ, হাসানুর রশিদ ও আজাদ হোসেন, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের কন্যা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার ও তার স্ত্রী নাজমা খাতুন।

বক্তারা বলেন, আমাদের সহকর্মী রেজাউল ইসলাম একজন শিক্ষানুরাগী মানুষ ছি‌লেন। তার এর উপর দুষ্কৃতিকারীরা হামলা চা‌লি‌য়ে আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় এনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জের ধ‌রে গত ৫ আগস্ট এমএম রেজাউল করিমের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম ক‌রে প্রতিপক্ষ। প‌রে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট তি‌নি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ১৬ আগস্ট তার মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে কয়রা থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ন। যার নং ০৪। মামলার এজহা‌রে ৭ জনের নাম উল্লেখ করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে কয়রা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!